অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরির করা ৬ ব্যাটসম্যান

|

অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন উইন্ডিজ দলের ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স। তার আগে আরও পাঁচ ব্যাটার এই রেকর্ড গড়েছিলো টেস্ট ক্রিকেটে। সবচাইতে মজার ব্যাপার এই চট্টগ্রামেই ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ করেছিলে ডাবল সেঞ্চুরি। রুডলফ অপরাজিত ছিলেন ২২২ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ডেবু টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ফস্টার। ১৯০৪ সালে টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকেই ডাবল সেঞ্চরি করেন তিনি। সেই ইনিংসে ফস্টারের রান ছিলো ২৮৭ ।

১৯৭১-৭২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন উইন্ডিজের এলজি রো। ২১৪ রান করা রো ছিলেন উইন্ডিজ ক্রিকেটের প্রথম ব্যাটার যে অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৮৭ সালে অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলো শ্রীলঙ্কার ডিএসবিপি কুরুপ্পু। তিনি অপরাজিত ছিলেন ২০১ রানে। আরেক অভিষিক্ত ডাবাল সেঞ্চুরিয়ান নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার করেছিলেন ২১৪ রান। ১১৯৯ সালে সেই ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ছিল উইন্ডিজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply