দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর না হওয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম স্থগিত করেছে দেশটি। দু’দিন আগে টিকাটির কার্যকারিতা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক করোনা রোগীদের ৯০ শতাংশের শরীরেই মিলেছে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের অস্তিত্ব। ২ হাজার মানুষের ওপর চালানো ট্রায়ালের ফলাফলে দেখা যায়, বি-ওয়ান-থ্রি-ফাইভ-ওয়ান ভাইরাসের বিরুদ্ধে টিকাটির কার্যকারিতা অত্যন্ত সীমিত।
এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ১ মিলিয়ন ডোজ টিকা সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী সপ্তাহ থেকেই তা প্রয়োগের পরিকল্পনা ছিল দেশটির। অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানায়, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষায় খুব দ্রুতই ভ্যাকসিনে প্রয়োজনীয় পরিবর্তন আনবে তারা।
Leave a reply