শাহজালাল বন্দরে ১৭০০ কার্টুন সিগারেট ও ১৫৪ কেজি কসমেটিকসসহ আটক তিন

|

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৭০০ কার্টুন সিগারেট এবং ১৫৪ কেজি কসমেটিকসসহ ৩ জনকে আটক করেছে বিমানবন্দর এপিবিএন এবং কাস্টমস।

আজ সোমবার বিকাল ৪টার সময় বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

ঘটনার বিবরণে জানা যায়, মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামের আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এবং নেক্সাস কুরিয়ারযোগে আসা এই সব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকাতে কাভার্ডভ্যানে বোঝাই করা অবস্থায় আটক করা হয়।

এ সময় মো. সাজু (২৫), মো. সুমন মিয়া (৩০) এবং মো. জাবেদ মিয়াকে (২৩) হাতেনাতে আটক করা হয়। আটককৃত মালামালের মধ্যে ৩০৩ এসএস ব্রাউন ২ লক্ষ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট। এছাড়া ডিঊ, গোরি, চাঁদনী, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১ শত ৫৪ কেজি কসমেটিক্স আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ বলে জানা গেছে।

আটককৃত ৩ জন ও আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply