মিয়ানমারে নতুন নির্বাচনের ঘোষণা দিলেন সেনাপ্রধান মিন অং লাইং

|

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের মধ্যেই নতুন নির্বাচনের ঘোষণা দিলেন সেনাপ্রধান মিন অং লাইং। সোমবার, জাতির উদ্দেশে তিনি টেলিভিষনে ভাষণ দেন।

প্রতিশ্রুতি দেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে, ভোট আয়োজন করবে নতুন নির্বাচন কমিশন। একইসাথে, বিক্ষোভে উত্তাল এলাকাগুলোয় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি করেন কারফিউ। শহরগুলোতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ।

ভাষণে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পক্ষে সাফাই গান তিনি। বলেন, নভেম্বরের নির্বাচনে সুচি’র দল- নিরঙ্কুশ জয় সুষ্ঠু ছিলো না। নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়ম তদন্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে- এমনটাও তাঁর অভিযোগ।

সেইসাথে সরাসরি জান্তা বিরোধীদের জন্য কোন হুঁশিয়ারি ‍উচ্চারণ না থাকলেও সেনাপ্রধান জানান- কেউই আইনের ঊর্ধ্বে নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply