মরক্কোয় একটি অবৈধ কারখানা থেকে ২৮ শ্রমিকের মরদেহ উদ্ধার

|

মরক্কোর তেনজিয়ের শহরের একটি অবৈধ কারখানা থেকে ২৮ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যার পানিতে ডুবে গিয়েছিলো ভূগর্ভ্যস্থ কারখানাটি।

সোমবার, অভিযান চালিয়ে আরও ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করে পুলিশ। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও অবস্থা সংকটাপন্ন। ডাক্তারদের শঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা। আরও শ্রমিক আটকা রয়েছেন কিনা সেটির সন্ধানে চলছে অভিযান। নিহতদের মধ্যে ছিলেন ১৭ নারী। হতভাগ্য সবার বয়সই ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

একইসাথে, অবৈধ গার্মেন্টসটির ব্যাপারেও চলছে তদন্ত। মূলতঃ কর ফাঁকি দেয়ার জন্যেই গোপনে চলে এসব কারখানা। যেখানে, স্বল্প মজুরির বিনিময়ে দীর্ঘ সময় খাটানো হয়। নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply