পতেঙ্গায় ডাস্টবিন থেকে একদিন বয়সী শিশু উদ্ধার

|

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ডাস্টবিন থেকে একদিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে খালপাড় রোডের চেয়ারম্যান গলির একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে মালা বেগম নামের এক নারীর সহযোগিতায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বিকেলে সমাজসেবা অধিদফতরের অধীনে নগরের বায়েজিদের রৌফাবাদের ছোট মনি নিবাসে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত শিশুটিকে ছোট মনি নিবাসে রাখার আদেশ দেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটিকে কে বা কারা ডাস্টবিনে ফেলে চলে গেছে তা এখনও জানা যায়নি। শিশুটির পরিচয় জানতে তদন্ত চলছে বলে জানান তিনি। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সুস্থ হলে আদালতের আদেশ অনুযায়ী শিশুটিকে ছোট মনি নিবাসে পাঠানো হবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply