প্রাণী অত্যাচার, জ্যান্ত খরগোশকে সাপের খাবার হিসেবে দেয়া এবং চিড়িয়াখানার নানা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ র্যাবিট গ্রুপ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের এই প্রতিবাদ সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে মিরপুর চিড়িয়াখানায় সাপের খাবার হিসেবে জ্যান্ত খরগোশ দেয়ার বিষয়ে উদ্বেগ জানান। বলেন, জীবন্ত খরগোশ কোন হিংস্র প্রাণীর খাবার হতে পারে না। তারা খাঁচায় খাবার হিসেবে জীবিত প্রাণী দেয়া বন্ধের আহবান জানান।
বক্তারা পোষা প্রাণী হিসেবে খরগোসের প্রতি মানবিক হবারও অনুরোধ করেন। আয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক ফিরোজ জামানসহ অন্যরা বক্তব্য রাখেন।
Leave a reply