Site icon Jamuna Television

কিশোরগঞ্জ কারাগারে এক বন্দিকে পিটিয়ে হত্যা করলো অপর এক বন্দি

কিশোরগঞ্জ কারাগারে এক বন্দিকে পিটিয়ে হত্যা করলো অপর এক বন্দি

কিশোরগঞ্জ জেলা কারাগারে এক কারাবন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর এক বন্দির বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজতিও।

জেলা কারাগারের সুপার জানান, তুচ্ছ ঘটনার জেরে ভোরে কারাবন্দি সাইদু মিয়ার সাথে কথা কাটাকাটি হয় একই সেলের আব্দুল হাই ও জাহাঙ্গীরের। একপর্যায়ে সেলের বাথরুমের দরজার কাঠ ভেঙ্গে তাদেরকে পেটানো শুরু করে সাইদু। খবর পেয়ে কারা কর্তৃপক্ষ হাসপাতালে নিলে, আব্দুল হাইকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এ ঘটনায় আইজি প্রিজন ও জেলা ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Exit mobile version