আমাজনে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ৩ গুণ বেশি সংক্রামক। বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী এদুর্য়াদো পাজুয়েল্লো নিশ্চিত করেন এ তথ্য।
তিনি আরও জানান- উপযুক্ত গবেষণা ছাড়াই নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস দমনে ভ্যাকসিন কার্যকর এমনটা বলেছিলেন গবেষকরা। ফেব্রুয়ারিতে নতুনভাবে লাতিন দেশটিতে বেড়েছে কোভিডের সংক্রমণ; ঊর্ধ্বমুখী দৈনিক প্রাণহানিও। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এবং চীনের বানানো সিনোভ্যাক প্রতিষেধক অধিবাসীদের প্রয়োগ করছে ব্রাজিল।
এদিকে, ব্রিটেনের কেন্ট এবং দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে ফাইজা-বায়োএনটেকের টিকা কার্যকর এমন দাবি করেছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। গবেষণার ফলাফলে বলা হচ্ছে, প্রথম ডোজে শরীরে টি-সেল গঠনে সক্ষম ভ্যাকসিনটি। দ্বিতীয় ডোজ গ্রহণে তৈরী হয় শক্তিশালী অ্যান্টিবডি।
Leave a reply