এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে অর্থ আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

|

তথ্যপ্রযুক্তি খাতের বৈদেশিক আয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে আনতে পারবেন ফ্রিল্যান্সাররা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের আইটি খাতের আয় দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়,মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক এ খাতের বিদেশি আয় দেশে আনতে পারবে।

এতদিন কেবল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এ জাতীয় আয় দেশে আনার সুযোগ ছিল। এখন থেকে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনতে পারবে এমএফএস প্রোভাইডার কোম্পানিগুলো। যেটা আইটি খাতের রপ্তানিকারকদের ওয়ালেট হিসাবের মাধ্যমে ছাড় করানো যাবে। এ জন্য মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে, বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply