কোভিড নাইনটিন ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করলে ভ্রমণের সময় থাকবে না ১৪ দিনের কোয়ারেনটাইনের বাধ্যবাধকতা। এমনকি করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও মানতে হবে না এই শিষ্টাচার।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি (CDC) দেয় এ বিবৃতি। তাদের বক্তব্য- টিকাদানের কারণে ধীরে হলেও কমছে ভাইরাসের সংক্রমণ। তবে উপসর্গহীন কোভিড নাইনটিনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাই টিকা গ্রহনের পরও জনসম্মুখে মাস্ক পরিধাণ, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে- সিডিসি।
গবেষকদের দাবি, যতো বেশি মানুষ টিকাগ্রহণ করবেন শিথিল হবে এসব নীতিমালাও।
Leave a reply