পৌরসভা নির্বাচন উপলক্ষে আখাউড়া বন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

|

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য দুইদিন বন্ধ থাকবে। চতুর্থধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত এ দু’দিন বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার।

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া যমুনা টেলিভিশনকে জানান, রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আখাউড়া বন্দরের ব্যবসায়ী নেতারা আগামীকাল শনিবার ও রোববার দুই দিন বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রফতানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন।
এ কারণে শনিবার সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

এদিকে, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছে কাস্টমস সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ আলী।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply