Site icon Jamuna Television

ইরানের ইসলামী বিপ্লবের ৪২তম বার্ষিকী উপলক্ষে সামরিক মহড়া শুরু

ইরানের ইসলামী বিপ্লবের ৪২তম বার্ষিকী উপলক্ষে সামরিক মহড়া শুরু করেছে বিপ্লবী গার্ড বাহিনী। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইরাক সীমান্তে শুরু হওয়া এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘গ্রেট প্রফেট’। মূলত বিপ্লবী গার্ডের পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয় এই মহড়ায়।

বিভিন্ন মারণাস্ত্রের কার্যকারিতা যাচাই ও যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এ আয়োজন বলে জানিয়েছে তেহরান। এতে বিভিন্ন ধরনের কামান, ট্যাঙ্ক, সাজোয়াযানসহ গোলন্দাজ বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নেয়।

এদিকে, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই গেলো কয়েক মাসে বিভিন্ন ধরনের সামরিক মহড়া করেছে ইরান।

ইউএইচ/

Exit mobile version