মিয়ানমারে রোহিঙ্গাসহ সংখ্যালঘু নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
মিয়ানমারের গণতন্ত্র ও সংবিধান সমুন্নত থাকবে বলেও আশা প্রকাশ করেন মোস্তাফিজুর রহমান। বলেন, গোটা অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা।
Leave a reply