ট্রাম্পের অভিশংসনের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ

|

ট্রাম্পের অভিশংসনের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। সিনেটে ট্রাম্পের পক্ষে যুক্তি-তর্ক উত্থাপনের সময় তাকে ক্যাপিটল হিলে হামলায় উস্কানির অভিযোগ থেকে খালাস দেয়ার দাবিও জানান তারা।

স্থানীয় সময় শুক্রবার সিনেটে শুরু হয় ট্রাম্পের অভিশংসন শুনানির দ্বিতীয় ধাপ। এ দিন ট্রাম্পের পক্ষে যুক্তি-তর্ক উত্থাপন করেন তার আইনজীবীরা।

এসময় তারা দাবি করেন, ক্যাপিটল হিলে ৬ জানুয়ারির সহিংসতার সাথে ট্রাম্পের কোনো সম্পৃক্ততা নেই। অভিশংসনের শুনানিকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিশোধ নিতেই ডেমোক্রেটরা এই শুনানির আয়োজন করেছে। বলেন, ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প কাউকে নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ কোন নথিতে উল্লেখ করা হয়নি। এমনকি ট্রাম্প যে ওই ঘটনার সাথে জড়িত, সেটিও সরাসরি কোথাও বলা হয়নি।

এর আগে শুনানিতে চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন ডেমোক্র্যাট কৌঁসুলিরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply