রাজধানীসহ দেশজুড়ে চলছে কোভিড নাইনটিন টিকাদান কার্যক্রম। একদিন বিরতি দিয়ে ৬ষ্ঠ দিনের ভ্যাকসিন কার্যক্রম চলছে দেশ জুড়ে।
শনিবার সকাল থেকে রাজধানীর হাসপাতালসহ কেন্দ্রগুলোতে জড়ো হন টিকা গ্রহণে আগ্রহীরা। রাজধানীর ৫০টি কেন্দ্রে নানা শ্রেণী-পেশার মানুষকে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। ভীতি কমে যাওয়ায় আগ্রহ বেড়েছে মানুষের মাঝে।
রাজধানীতে ২০৪টি টিম ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে দুই হাজার ১৯৬টি টিম।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। পরিদর্শন শেষে সার্বিক পরিস্তিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
এসময় স্বাস্থ্য সচিব বলেন, বয়স্কদের অনলাইন রেজিষ্ট্রেশনে সমস্যা হলে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে।
Leave a reply