রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর সদস্যরা।
শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফরিদপুর র্যাব-৮।
আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার ঘিউর থানার কাউটিয়া এলাকার মুত মুন্নাফের ছেলে মো. আব্দুল জলিল (৪০), কালাইয়ের মো. আহম্মদ আলীর ছেলে মো. লিটন (২০), হরিরামপুরের কুকুর হাটি এলাকার শেখ গফুরের ছেলে মো. শেখ জুয়েল (২০), গাইবান্ধার পলাশবাড়ি থানার কেশরগাড়ি এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. মিলন মিয়া (২০), একই এলাকার মৃত মুকুল রহমানের ছেলে মো. পাপুল ইসলাম (২০), রংপুরের পীরগঞ্জ থানার চতরা অনন্তপুর এলাকার মো. আমিনুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (২০), একই এলাকার বিপণী চন্দ্র মহন্তের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র মহন্ত (২৪)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বিভিন্ন সময়ে পরিবহন বাসে ডাকাতির কার্যক্রম করে আসছে ডাকাত সদস্যরা। ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে মহাসড়কে একে ট্রাভেলস নামের পরিবহন বাসে ডাকাতির প্রস্তুতের সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করে র্যাব। এ সময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি স্কুল ব্যাগ, ২টি চাপাতি, ৪টি চাকু, ৬টি মোবাইল ও ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়। সেসময় আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা পেশাদার ডাকাত এবং ইতোপূর্বে তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে।
ফরিদপুর র্যাব-৮ এর সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইউএইচ/
Leave a reply