মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো ইতালি

|

ছবি: সংগৃহীত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো ইতালি। শনিবার কমপক্ষে ২৫টি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।
এতে প্রাণ হারিয়েছেন ২ আরোহী। আরও ১০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

দেশটির উত্তরাঞ্চলে তুরিন এবং বারদোনেশিয়া শহরের মধ্যবর্তী ‘A32’ মহাসড়কে হয় এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, রাজপথে পুরু এবং পিচ্ছিল বরফের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, গেলো এক সপ্তাহ ধরেই তীব্র তুষারঝড় ইতালিতে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply