আগাম টাকা দিয়ে ৩ কোটি টিকা কিনে রেখেছে বাংলাদেশ। বিভিন্ন দেশও বাংলাদেশকে টিকা দিতে চাচ্ছে, যার সবই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাম পর্যায়ে করোনার ভ্যাকসিন পৌঁছে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিই বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে করোনা অনেকটাই দূর হয়েছে। তবে টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি। দেশের চিকিৎসকদের রোগী দেখতেই ব্যস্ত থাকতে হয়। তাই এই বিষয়ে গবেষণার পরিমাণ কম বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ইউএইচ/
Leave a reply