আগ্রাসী সূচনায় হঠাৎ ছন্দপতন

|

উইন্ডিজের দেওয়া ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলো তামিম ও সৌম্য। ১২ ইনিংস পর ওপেনিং জুটিতে তুলেছিলেন ৫০ রান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। তাদের দুজনের আউট হওয়ার ধরন দেখে কেউ ভাবতেই পারেন প্রতিপক্ষের ফিল্ডারদের ক্যাচ প্র্যাকটিস করানোর হচ্ছে।

প্রথমে সৌম্য ব্রার্থওয়েটের বলে স্লিপে কর্নওয়েলের হাতে ক্যাচ দিলেন। ব্যক্তিগত ১৩ রানে ফেরেন তিনি। তামিমের আউটয়ের ধরনও ছিলো একই রকম। মাসলের বলে ড্রাইভ খেলতে গিয়ে শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

শুরুর দুই ব্যাটার বিদায় নেয়ার পর হতাশ করেছে নাজমুল হাসান শান্ত। ব্যক্তিগত ১১ আর দলীয় ৭৮ রানে কর্নওয়ালের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে টি-ব্রেকে যান তিনি। ট্রি-ব্রেকের আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply