ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অভিযানে প্রাণ গেলো কুর্দি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন- পিকেকে’র ৪৮ যোদ্ধার। রোববার তুর্কী প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ তথ্য। খবর আনাদুলু এজেন্সি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্যে বলা হয়, বুধবার গারা অঞ্চলে শুরু হয় ‘ক্ল ঈগল টু’ অভিযান। যৌথ অভিযান চালায় সেনা ও বিমানবাহিনী। এসময় পিকেকে সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের পর তাদের হাতে অপহৃত ১৩ তুর্কি নাগরিকের মরদেহ উদ্ধার করে তুর্কি বাহিনী।
আঙ্কারার দাবি, প্রতিরক্ষার অংশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনেই এ অভিযান পরিচালিত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত পিকেকে’র দুই শীর্ষ নেতা।
Leave a reply