সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে স্বাগতিক পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার করা ৮ উইকেটে ১৬৪ রানের জবাবে, ৮ বল আগেই লক্ষ্যে পৌছে যায় তাঁরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। তবে মিডল অর্ডারে ডেভিড মিলারের ৪৫ বলে অপরাজিত ৮৫ রানে ৮ উইকেটে ১৬৪ রানে থামে তাদের ইনিংস।
পাকিস্তানের হয়ে জাহিদ মাহমুদ ৩টি উইকেট নেন। ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবর আজমের ৪৪, আর রিজওয়ানের ৪২ রানে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। তবে প্রোটিয়া স্পিনার সামসি ৪ উইকেট তুলে নিলে কিছুটা বিপাকে পড়ে পাকিস্তান।
শেষ দিকে মোহাম্মদ নাওয়াজের ১৮ আর হাসান আলীর ৭ বলে ঝোড়ো ২০ রানে ৮ বল বাকী থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ম্যাচ সেরা হয়েছেন নাওয়াজ আর সিরিজ সেরা রিজওয়ান।
Leave a reply