মেলবোর্ন পার্কে প্রথম সেটে ৬-৩ গেইমের জয় এই স্প্যানিয়ার্ডের। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি ফগিনির। আর শেষ সেটে ৬-২ গেইমের জয়ে শেষ আটে পাঁ রাখেন ২১টি গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ওয়াক ওভার পাওয়া গ্রীক তারকা স্টেফানোস সিৎসিপাস।
এদিকে কষ্টার্জিত জয়ে আসরের শেষ আট নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। চোট নিয়েও মিলোস রাওনিচকে হারিয়েছেন ৩-১ সেটে। প্রথম সেট ট্রাইব্রেকারে জয়ের পর দ্বিতীয় সেটে হেরে বসেন এই সার্বিয়ান।
তৃতীয় সেটে ৬-১ গেইমের সহজ জয়ের পর শেষ সেটেও ৬-৪ গেইমের জয়ে ম্যাচ জিতে নেন জোকোভিচ। তবে চোটের কারণে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেভরেভ।
Leave a reply