সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলায় প্রধান আসামি ও গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীকে ‘কেসাস’ অনুসারে হত্যার বদলে হত্যার বিধান অনুযায়ী শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
গতকাল রোববার রিয়াদের ক্রিমিনাল কোর্ট রোববার এ রায় দেয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়েছে।
আর, গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংস, আবিরনকে বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা না করার পৃথক অভিযোগে ৩ বছর ২ মাস কারাদণ্ড দেন আদালত। একইসাথে, দিতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা। তাদের সন্তান ওয়ালিদকে ৭ মাসের কিশোর সংশোধনাগারে থাকার আদেশ প্রদান করা হয়েছে।
রায়ের বিরুদ্ধে আগামী ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। ২০১৯ সালের ২৪ মার্চ, রিয়াদের আজিজিয়ায় গৃহকর্ত্রীর নির্যাতনে মৃত্যুবরণ করেন আবিরন বেগম। পরে, হাসপাতাল ঘটনাটিকে হত্যা আখ্যা দেয়।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম ন্যায়বিচারের জন্য সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a reply