গণতন্ত্রের প্রতি কখনোই আস্থা ছিলো না বিএনপি’র। ১৯৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তরের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ‘৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলো তারা। দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবে না, দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সমাবেশে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিএনপি গণতন্ত্রের লেবাসে স্বৈরশাসন চালিয়েছে। অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
Leave a reply