সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেছেন, নিজের কারণে বাহিনী ও সরকারকে বিব্রত ও বিতর্কিত হতে দেবেন না তিনি।
আজ সোমবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট এভিয়েশন বেসিক কোর্স অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জেনারেল আজিজ বলেন, তার পরিবার নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাইদের দণ্ড আইন অনুযায়ী প্রত্যাহার হয়েছে বলেও জানান তিনি।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী প্রধান সাংবিধানিক পদ এবং নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই বাহিনী প্রধানের বিরুদ্ধে অপপ্রচার করা হলে তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হবে বলেও মন্তব্য করেন জেনারেল আজিজ।
এই ধরনের অপপ্রচার সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে কোনো প্রভাব ফেলতে পারেনি জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী একটি দায়িত্বশীল ও বাংলাদেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান। আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনে বদ্ধ পরিকর।
Leave a reply