Site icon Jamuna Television

সাত বীরশ্রেষ্ঠ আসছেন সেলুলয়েডে

সাত বীরশ্রেষ্ঠ আসছেন সেলুলয়েডে

এবার ভিন্ন এক আয়োজন হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রে। সাত জন পরিচালক, সাতটি গল্প। সেলুলয়েডের ফিতায় সাতটি গল্প মিলেমিশে পরিণত হবে একটি গল্পে। আর সেটি সম্ভব হবে। কারণ- সাতটি গল্পেরই সময়কালটা যেমন এক, তেমনটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ হতে সাতটি গল্পই উৎসারিত হয়েছে।

তবে মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য চলচ্চিত্রের চেয়েও এর আঙ্গিক কিছুটা ভিন্ন। সাত গল্পের একেকটির কেন্দ্রীয় চরিত্র আবর্তিত হয়েছে আমাদের একেকজন বীরশ্রেষ্ঠকে ঘিরে। আর তাদের বীরত্বগাঁথা নিয়ে সাতর গল্পের মিশেলে যে একক ক্যানভাস ফুটে উঠবে রুপালি পর্দায়, তারই নাম দেওয়া হয়েছে ‘রণযোদ্ধা’।

Exit mobile version