ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার উদ্ধার হয়েছে ৯ জনের মরদেহ। এখনও নিখোঁজ রয়েছে দেড় শতাধিক মানুষ।
তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা বলছেন, তীব্র স্রোতের কারণে অনেকেই ভেসে গেছেন। এছাড়া কাদা মাটির নীচে অনেকে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। কারণ এখন পর্যন্ত উদ্ধার হওয়া বেশির ভাগ মরদেহ উদ্ধার হয়েছে মাটির স্তূপের নীচ থেকে।
এখনও টানেলের ভেতর আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ারসার্ভিস কর্মীরা। তবে তাদের জীবিত উদ্ধারে প্রচুর ঝুঁকি রয়েছে বলে জানানো হয়।
Leave a reply