এবার প্রাকৃতিক দুর্যোগ আইন ভাঙ্গার দায়ে ফাঁসলেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। মঙ্গলবার তার বিরুদ্ধে এই মামলা দায়ের করে সামরিক জান্তারা।
গতকাল ভার্চুয়ালি আদালতে হাজিরা দেন তিনি। সেখানে তার বিরুদ্ধে আসে নতুন অভিযোগ। যদিও এ বিষয়ে কিছু স্পষ্ট করেনি মিয়ানমার জান্তা। এর আগে অবৈধভাবে বিদেশ থেকে আমদানিকৃত ওয়াকি-টকি রাখার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। বলা হয়, রাষ্ট্রীয় অর্থ নিজ স্বার্থে খরচ করেছেন তিনি। সু চি’র পরবর্তী শুনানি মার্চের ১ তারিখ। অভ্যুত্থানের পর রাজধানী নেইপিদোর নিজ বাড়িতে গৃহবন্দি রাষ্ট্রীয় উপদেষ্টা।
গেলো দু’সপ্তাহে দেশটিতে ধরপাকড়ের শিকার হয়েছেন আরও ৫শ’র মতো রাজনীতিক-মানবাধিকারকর্মী-সাংবাদিক। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে উত্তাল গোটা মিয়ানমার।
এদিকে, গণবিক্ষোভ ঠেকাতে ভারী সাঁজোয়া যান মোতায়েনের পাশাপাশি মিছিলে বুলেট ছুঁড়ছে সেনাবাহিনী। দেশটিতে রাতে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান।
ইউএইচ/
Leave a reply