Site icon Jamuna Television

নিজের বন্দিদশার বর্ণনা দিলেন দুবাই’র শাসকের মেয়ে রাজকুমারী লতিফা

নিজের বন্দিদশার বর্ণনা দিলেন দুবাই’র শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর বেশকিছু ভিডিও প্রকাশ করা হয়। যাতে লতিফার অভিযোগ- বাবাই তাকে বন্দি করে রেখেছেন। একটি বাগানবাড়িতে তিনি বন্দী। বাড়িটির দরজা ও জানাজা খোলা যায় না। পুলিশ বাড়িটি পাহারা দেয়।

ভিডিওতে তিনি জানান, নৌকায় পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু এর আগেই কমান্ডোরা তাকে আটক করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর লতিফার বন্ধুরা তার মুক্তির পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

পরিবারের ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। ওই ঘটনা সেসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিলো।

ইউএইচ/

Exit mobile version