প্রতারিত হয়ে রিক্রুটিং এজেন্সির কাছে টাকা চাওয়ায় উল্টো নির্মম নির্যাতনের স্বীকার হয়েছেন বাবা ও ছেলে। নির্যাতনের পাশাপাশি ভুয়া চাঁদাবাজির মামলার হুমকিও দেন তাওয়া বেত এজেন্সির কর্মকর্তারা।
বারিধারার তাওয়া বেত এজেন্সির মাধ্যমে গত বছর সৌদি আরব গিয়ে প্রতারিত হন হাসানুর রহমান। এক বছর ধরে টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার এজেন্সির অফিসে টাকা চাইতে যান তিনি। টাকা ফেরত না দিয়ে অফিস কক্ষে বেধে রেখে দুপুর থেকে তাদের উপর অমানুষিক নির্যাতন চালায় প্রতারক চক্র। ঘটনা ধামাচাপা দিতে সাদা কাগজে স্বাক্ষরও নেয় এজেন্সির কর্মকর্তারা।
পরে পুলিশি অভিযানে মুক্ত হয় তারা। গ্রেফতার করা হয় এক জনকে। তবে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেনি ভাটারা থানা পুলিশ।
Leave a reply