ফ্রান্সে ইসলামের অজুহাতে উগ্রপন্থা ঠেকাতে নিম্নকক্ষে বিল পাস

|

ফ্রান্সে ইসলামের অজুহাতে উগ্রপন্থা ঠেকাতে নিম্নকক্ষে বিল পাস

ধর্ম তথা ইসলামের নামে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হলো একটি বিল।

মঙ্গলবার ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী’ বিলটি ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে উত্থাপন করা হয়। যার সমর্থনে ৩৪৭টি এবং বিপক্ষে ১৫১ ভোট পড়ে। আর ৬৫ জন আইনপ্রণেতা সিদ্ধান্ত জানানো থেকে বিরত ছিলেন। আইনটি পাসের ফলে ফ্রান্সের ধর্মীয় দলগুলোর ওপর নজরদারির পাশাপাশি সরাসরি হস্তক্ষেপ করতে পারবে সরকার।

বিশ্লেষকরা বলছেন, সংখ্যালঘু মুসলিমরাই কড়াকড়ির মূল টার্গেট। বিলটি পরবর্তীতে পার্লামেন্টের উচ্চকক্ষে যাবে। সেখানে পাস হলেই এটি আইন হিসেবে অনুমোদন পাবে।

সবশেষ পরিসংখ্যানে, ফ্রান্সে মুসলিমের সংখ্যা ৫৭ লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। তবে, সন্ত্রাসবাদ ও কট্টরপন্থী ইস্যুতে ক্রমেই চাপ বাড়ছে বিশাল জনগোষ্ঠির ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply