সফর স্থগিত করায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। আসছে মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিলো দক্ষিন আফ্রিকার বিপক্ষে।
চলতি মাসের শুরুতে করোনাভাইরাস জনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর আইসিসি’র কাছে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিন আফ্রিকায় করোনার ঝুঁকি অনেক বেশি বলে এই সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি সিএসএ। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি আইসিসির কাছে মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এফটিপির সূচিভঙ্গের অভিযোগ করেছেন।
Leave a reply