টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না: স্বাস্থ্যসচিব

|

টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না: স্বাস্থ্যসচিব

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান ফেব্রুয়ারি শেষে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এছাড়া স্বাস্থ্যসচিব বলেন, টিকা নেওয়ার বয়স আর কমানো হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।

এ সময় টিকাদান প্রসঙ্গে সচিব জানান, যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে। সরকার সুশৃঙ্খলভাবে ভ্যাকসিন কার্যক্রম চালাতে চায়। তাই এই মুহূর্তে টিকা নেয়ার বয়সসীমা আর কমানো হবে না বলে জানান স্বাস্থ্য সচিব। এছাড়া টিকা দেয়ার বুথের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply