শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত

|

শেষ দুই টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণ করেছে ভারত।চেন্নাইয়ের পর বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। দল থেকে বাদ পড়েছে শার্দুল ঠাকুর। মূলত বিজয় হাজারে ট্রফির জন্য শার্দুল ঠাকুরকে শেষ দুই টেস্টের দলে রাখা হয়নি। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন উমেশ যাদব। তবে দলের সাথে থাকতে হলে অবশ্যই ফিটনেস টেস্টে পাশ করতে হবে যাদবকে। এখন পর্যন্ত ইনজুরি থেকে সেরে ওঠেনি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাই দলে রাখা হয়নি তাকে।

ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয় পেয়েছে ভারত। ফলে সিরিজ এখন সমতায় রয়েছে ১-১ এ। আহমেদাবাদ দুই টেস্টের মধ্য একটি হবে গোলিপি বলে যেটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ।

আহমেদাবাদ টেস্টে দুই ম্যাচের জন্য ভারতের টেস্ট দলঃ
বিরাট কোহলি-(অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋশভ পান্ট, ঋদ্ধিমান সাহা, রবি অশ্বিন, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ইশান্ত শর্মা, যশপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply