পশ্চিমবঙ্গের বর্ধমানে ফি দিতে না পারায় ওষুধের নাম কেটে দিলেন চিকিৎসক

|

ছবি কৃতজ্ঞতা: জি ২৪ নিউজ

নির্ধারিত ফি দিতে না পারায় ব্যবস্থাপত্রে লেখা ওষুধের নাম কেটে দেয়ার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনার এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত জ্যেতির্ময় দাস কালনা মহকুমা সুপার স্পেশালিস্ট হাসপাতালের চিকিৎসক। খবর জি নিউজ ২৪’র।

জানা যায়, মাথা ও ঘাড়ের ব্যথা নিয়ে চিকিৎসকরে কাছে গিয়েছিলেন মালতী দেবনাথ নামে এক বৃদ্ধা রোগী। গত ৪ ফেব্রুয়ারি কালনার জ্যোতির্ময় দাসের বৈদ্যপুর মোড়ের চেম্বারে চিকিৎসা নেয়ার পর ওই চিকিৎসক তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেন। কিন্তু ১৩ ফেব্রুয়ারি ওই পরীক্ষার রিপোর্ট দেখাতে গেলে চিকিৎসকের নির্ধারিত ফি দিতে অক্ষমতা প্রকাশ করেন দরিদ্র বৃদ্ধা। তারপরেই ওই চিকিৎসক ব্যবস্থাপত্রে লেখা ওষুধের নাম কেটে দেন।

জানা যায়, বৃদ্ধার একমাত্র ছেলে কাজের জন্য মুম্বাইতে থাকেন। পুত্রবধু ও নাতনিকে নিয়ে গ্রামে থাকেন এই অসহায় বৃদ্ধা। এদিকে এই ঘটনার পর থেকেই আত্মগোপনে যান চিকিৎসক জ্যোর্তিময় দাস।

ছবি কৃতজ্ঞতা: জি ২৪ নিউজ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply