দুবাই’র রাজকুমারী শেখ লতিফার মুক্তির দাবিতে সোচ্চার বিভিন্ন দেশ

|

দুবাই’র রাজকুমারী শেখ লতিফার বন্দিদশার ভিডিও প্রকাশের ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তাঁর মুক্তির দাবিতে সোচ্চার বিভিন্ন দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, পুরো ঘটনাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার মুক্তির জন্য সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে।

এদিকে রাজকুমারীকে বন্দি রাখার অভিযোগ তদন্ত করবে বলে জানিয়েছে জাতিসংঘ। লতিফার মুক্তির জন্য সোচ্চার, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও আইনি সংস্থাও।

মঙ্গলবার, বিবিসি’র প্যানারোমা অনুষ্ঠানে প্রকাশ করা হয় রাজকুমারীর মুক্তির আকুতি জানানো ভিডিও। তার দাবি, বাবা দুবাই’র শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুম আটক রেখেছেন তাকে। স্পেশাল ফোর্সের কড়া পাহাড়ায় রয়েছেন একটি বাগানবাড়িতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply