পরমাণু কর্মসূচী নিয়ে রুহানিকে মার্কেলের ফোন

|

ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে ফোনকলে কথা বলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। খবর ডয়েচে ভেলে’র।

ইরানের পরমানবিক কর্মসূচি যাতে আনবিক বোমা তৈরির দিকে না যায় সেটি নেয় বিশ্বনেতাদের উদ্বেগের বিষয়ে মাথায় রেখেই রুহানির সাথে আলোচনা করেছেন মার্কেল।

বুধবার ফোনকলে, ২০১৫ সালে স্বাক্ষরিত হওয়া জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নিউক্লিয়ার প্যাক্ট নিয়ে তেহরানের প্রতি আলোচনার আহ্বান জানান বলে জানান মার্কেল মুখপাত্র। সেইসাথে, চুক্তি এগিয়ে নিয়ে যেতে স্বাক্ষরকারী অন্যান্য দেশসমূহের পাশাপাশি জার্মানির আগ্রহের কথাও জানান মার্কেল। এসময় চুক্তি এগিয়ে নিতে ইতিবাচন ইঙ্গিত ও বিশ্বাসযোগ্যতার প্রয়োজন বলেও উল্লেখ করেন মার্কেল।

রুহানি বলেন, যদি সত্যিই এই চুক্তিকে কার্যকর ও তার লক্ষ্যের দিকে এগিয়ে নিতে হয় তাহলে প্রস্তাবনার আলোকে যথাযথ উদ্যোগও নিতে হবে। ইউরোপকে এটি প্রমাণ করতে হবে পদক্ষেপ নেয়ার দ্বারা।

রুহানি আরও বলেন, চুক্তি এগিয়ে নিতে ও কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর চাপিয়ে দেয়া অন্যায় ও অন্যায্য অবরোধ তুলে নিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply