পাবনার ছাগলের পেটে হাতির বাচ্চার যে নিউজটা বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়েছে সেটা অসত্য ও ভুয়া নিউজ। কতিপয় সাংবাদিকরা একটা উদ্ভট হাস্যরসের সৃষ্টি করেছেন বলে অভিযোগ একাংশের।
যারা এই ধরণের সংবাদ প্রকাশ করেছিলেন তারাই এখন বলছেন এই সংবাদটি যাচাই বাছাই না করেই করা হয়েছিল। মূলত একটি ভিন্ন প্রজাতির ছাগলের সাথে প্রজননে এমন মাথা একটু মোটা ছাগলেরই বাচ্চার জন্ম হয়েছে। আর সেটাকেই হাতির বাচ্চার নিউজ বলে ভাইরাল করা হয়।
প্রাণিসম্পদ বিভাগ বলেছে, হাতির বাচ্চা যতো বড় হয়, একসাথে তিন চারটে তা কোনভাবেই ছাগলের পেটে ধারণ করার কথা নয়। এসব পাগলের প্রলাপ মাত্র। মূলত ঐগুলো ছাগলেরই বাচ্চা।
প্রাণিসম্পদ বিভাগ আরও জানায়, সংবাদটি ভাইরাল হয়েছে তবে এটা একটা উদ্ভট ভাইরাল। ছাগল প্রজনন বিষয়ে না বোঝা সাংবাদিকেরাই এটাকে ভাইরাল করেছে বলে সংশ্লিষ্ট সকল সূত্র জানায়।
Leave a reply