দুর্নীতি মামলায় অভিযুক্ত হলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোজমাহ মানসুর। বৃহস্পতিবার, শুনানিতে তার বিরুদ্ধে তদন্তের নিদের্শ দেন কুয়ালালামপুর আদালত।
এসময়, সরকারি কৌসুলিদের ৩টি অভিযোগের প্রমাণ একাট্টার নির্দেশ দেন বিচারক। যার অন্যতম- ২০১৬-১৭ সালে একটি সৌরশক্তি প্রকল্পের কাজ পাইয়ে দিতে ১৬ লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন তিনি। রোজমাহ’র পরবর্তী শুনানি ৯ জুন।
গেলো বছরই, ওয়ানএমডিবি কেলেঙ্কারিসহ নানামুখী দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নাজিব রাজাক। তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু, রায়ের বিরুদ্ধে আপিল করায় তার বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়নি।
Leave a reply