অবৈধভাবে পুকুর ভরাট, কসবা উপজেলা যুবলীগ সেক্রেটারির ভেকু জব্দ

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে তার পুকুর ভরাট করছিলেন। এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ড মরাপুকুর পাড়ে উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও ২৮শত ঘনফুট মাটি। তবে এসময় যুবলীগের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে পাশের একটি জমি ভরাট করা হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ভেকু মেশিন ও উত্তোলন করা ২৮শত ঘনফুট মাটি জব্দ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরে করার ব্যবস্থা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply