গাইবান্ধার ফুলছড়িতে ঘরে ঢুকে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে টিনশেডের ঘরে স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে মোহাম্মদ আলীকে হত্যা করা হয়েছে।
Leave a reply