নদী পুনঃখননের নামে কৃষকের ফসলি জমির জোরপূর্বক দখল এবং জমির মাটি স্থানীয় ইট ভাটায় বিক্রির অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের।
শুক্রবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন-ক্র্যাব-এ সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। বলেন, নরসিংদীর পলাশ ও শিবপুর থানার ৩টি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী পুনখনন প্রকল্প চলছে। এই প্রকল্পের আওতায় ঠিকাদার কোম্পানি, স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালী মহল নদীর সীমানার বাইরে কৃষকের জমির মাটি তুলে নিচ্ছে। জমির মাটি পরে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে বলে দাবি এসব কৃষক পরিবারের। বাধা দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে, বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
অভিযোগ জানালেও, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
Leave a reply