মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী আন্দোলনে প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো। গেল সপ্তাহে গুলিবিদ্ধ তরুণী আজ মারা গেছেন।
মিয়া থোয়াতে খাইংয়ে বয়স ছিলো মাত্র ২০ বছর। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে রাজপথে নেমেছিলো সে।
৯ ফেব্রুয়ারি রাজধানীতে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে সে আহত হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, মাথায় গুলি লেগেছে। তখন থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়।
শুক্রবার তার ভাই মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিক্ষোভ থামাতে সেনা সরকার দমন-পীড়ন চালালেও প্রথমবার কোন বিক্ষোভকারীর মৃত্যু হলো।
Leave a reply