Site icon Jamuna Television

এক সিনেমায় প্রভাসের পোশাকে ব্যয় ৬ কোটি রুপি!

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস। প্রভাসের বহুল প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘রাধে শ্যাম’। ভালোবাসা দিবসে এ সিনেমায় নিজের ঝলক দেখিয়ে ভক্তদের উজ্জীবিত করেছিলেন এ সুপারস্টার।

এক দশক প্রতীক্ষার পর ফের সেই রূপে ‘রাধে শ্যাম’ সিনেমায় হাজির হচ্ছেন তিনি আর এ সিনেমায় প্রভাসের নায়িকা পূজা হেগরে। ‘রাধে শ্যাম’ সিনেমায় শুধু প্রভাসের পোশাক-পরিচ্ছদের জন্য ব্যয় হয়েছে ছয় কোটি রুপি।

ইউরোপের দারুণ সব লোকেশনে সিনেমার শুটিং হয়েছে আর প্রভাসের স্টাইলিশ পোশাক প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে সিনেপ্রেমীদের। সিনেমায় সত্তর দশকের ঐতিহ্য পোশাকে দেখা যাবে প্রভাসকে। যে পোশাক এখন সহজলভ্য নয়। প্রায় এক দশক পর রোমান্টিক সিনেমায় দেখা যাবে প্রভাসকে।

ইউএইচ/

Exit mobile version