কেউ মাস্ক ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে পারবে না

|

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেউ-ই মাস্ক ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না। সংগঠন পর্যায়ে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেওয়া হবে না।

শুক্রবার বিকেলে শহীদ মিনার পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই তথ্য জানান।

তিনি আরও বলেন, শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনার প্রায় প্রস্তুত। যেটুকু কাজ বাকি আছে, শনিবার বিকেলের মধ্যে তা শেষ হবে। মহামারির বিশেষ পরিস্থিতিতে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। তাই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

সেই সাথে শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে যান চলাচলেও থাকছে বিধি-নিষেধ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply