Site icon Jamuna Television

ঝিনাইদহে নার্সকে যৌন হয়রানির দায়ে দুই তরুণের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক বেসরকারি হাসপাতালের নার্সকে যৌন হয়রানির দায়ে দুই তরুণকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার টাকিয়ারপোতা গ্রামের জহির মণ্ডলের ছেলে হজরত (২০) ও দুর্লভপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হালিম হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, দুপুরে উপজেলার চরপাড়া বাজার এলাকায় একজন নার্সকে উত্ত্যক্ত করার সময় ওই দুই তরুণকে এলাকাবাসী ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে তাদেরকে অবহিত করেন।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী উপস্থিত ছিলেন।

Exit mobile version