আ’লীগ নেতার বাসায় চোর সন্দেহে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া পাচর এলাকায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম এসনেহার বেগম। তিনি কুমিল্লা জেলার মৃত সুলতান মিয়ার মেয়ে এবং টঙ্গীর তিস্কারগেট এলাকার ভ্যান চালক মোহাম্মদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কুনিয়া পাচর এলাকায় আওয়ামী লীগ নেতা শহীদ উল্লাহর ৬ তলা বাড়িতে চোর সন্দেহে এসনেহারকে আটক করে পিটুনি দেয়া হয়। পরে সকাল ১১টায় ওই বাড়ি থেকে এসনেহারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেলা ১টায় কর্তব্যরত চিকিৎসকরা এসনেহারকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জিএমপির ডিসি ইলতুৎমিস বলেন, মোবাইল চুরির অভিযোগে এক নারীকে গণপিটুনি দেয়া হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তির পর সেখানে ওই নারীর মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply