গিনিতে ইবোলা প্রতিরোধে ১১ হাজার ডোজ ভ্যাকসিন পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

|

গিনিতে ইবোলা প্রতিরোধে ১১ হাজার ডোজ ভ্যাকসিন পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কঙ্গোর পর আফ্রিকার দেশ গিনিতে ইবোলা প্রতিরোধে ১১ হাজার ডোজ ভ্যাকসিন পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ শনিবার পৌঁছাবে প্রথম চালান।

ছোঁয়াচে ভাইরাসটির সংক্রমণ রোধে একে বড় সাফল্য হিসেবে দেখছেন ডব্লিওএইচও’র আঞ্চলিক প্রধান ডক্টর মিশেল ইয়াও। জানান- প্রথম টিকা পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

১৪ ফেব্রুয়ারি দেশটিতে ইবোলা বিস্তারের তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বলে, জানুয়ারির ১৮ তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে সংক্রমণ।

কিন্তু করোনা মহামারি নিয়ে ব্যস্ত থাকায়; নজর এড়িয়ে গেছে ইবোলার নতুন বিস্তার। ফলে, ভয়াবহ ডায়রিয়া-বমির পাশাপাশি নাকেমুখে রক্ত উঠে প্রাণ হারান সংক্রমতি ব্যক্তি।

গেলো মঙ্গলবার ইবোলা ছড়ানোর শঙ্কায় আফ্রিকার ৬ দেশে জরুরি স্বাস্থ্য সর্তকতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply