Site icon Jamuna Television

ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে এভারটনের মুখোমুখি হবে লিভারপুল

রাতে এভারটনকে আতিথ্য দেবে লিভারপুল। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১ টায়। আরেক ম্যাচে বিকেলে সাউদাম্পটনের আতিথ্য নেবে চেলসি। ম্যাচটি শুরু হবে সন্ধ্য সাড়ে ৬টায়।

এনফিল্ডে এভারটনের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশায় বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। লিগের মাঝপথে পা হড়কে এখন ধুঁকছে ক্লাবটি, দূরে সরে গেছে চ্যাম্পিয়নশিপ ফাইট থেকে। সেই সুযোগই নিতে চায় এভারটন। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান লিভারপুলের। ১ ম্যাচ কম খেলা এভারটন পিছিয়ে ৩ পয়েন্টে। লিভারপুলের পরেই টেবিলের ৭ নম্বরে আবস্থান এভারটনের।

সেইন্ট মেরি স্টেডিয়ামে সাউদাম্পটনের আতিথ্য নেবে চেলসি। লিগে সব শেষ ম্যাচে নিউ ক্যাসেলের বিপক্ষের জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে আসে ব্লুজ। ২৪ ম্যাচে চেলসির পয়েন্ট ৪২। বিপরিতে ১ ম্যাচ কম খেলা সাউদাম্পটন ২৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে। সবশেষ ২০১৯ সালে লিগ ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা আছে সাউদাম্পটনের।

Exit mobile version